আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা, পাঁচুড়িয়া ও টগরবন্দ ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। এ তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীদের পাশাপাশি ইউপি সদস্য পদপ্রার্থীরাও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিক্রম করছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো. মুরাদ হোসেন ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে তার নির্বাচনী ওয়ার্ডের উথলী, কোনাগ্রাম ও আউশের হাট এলাকায় এ প্রচার-প্রচারণা চালান।
গনসংযোগ কালে ইউপি সদস্য পদপ্রার্থী মো. মুরাদ হোসেন বলেন, 'এলাকার সর্বস্থরের মানুষের ভালোবাসা ও চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতেই ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করছি। আমি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধের সম্পূর্ণ সঠিক বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকবো।'
