আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামানকে (আসাদ মাস্টার) বিজয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা বিএডিসি ভবনে এ সভার আয়োজন করেন ঢাকাস্থ টগরবন্দ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
সভায় ঢাকাস্থ টগরবন্দ ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান বাবু'র সভাপতিত্বে ও মো. মাহামুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, নুর আলাম সুমন, রাজিবুল ইসলাম রাজু, রিজাউল ইসলাম, কে এম আসিকুজ্জামান, শিহাব ইসলাম, ইকবাল হোসেন ইশারত, ড.কুদরতি হুদা, হাসান আল মামুন, শাহিদুল ইসলাম, সেলিমুজ্জামান, আবুল হোসাইন, শেখ তাহিদুর রহমান মুক্ত, ড.প্রসান্ত কুমার সরকার, শেখ রাসেল আহমেদ ও এ টি এম মমিনুজ্জামান চুন্নু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, 'আমরা যারা কর্ম বা অন্য কারণে ঢাকাস্থ টগরবন্দ ইউনিয়নের বাসিন্দা রয়েছি তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে বাড়িতে গিয়ে নৌকা মার্কার প্রার্থী আসাদ মাস্টারকে ভোট দিয়ে বিজয়ী করবো।'