সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ২০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৭ জন রোগী ভর্তি হন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৬৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১০১ জন ও বেসরকারি হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় সরকারি হাসপাতালে ১০ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরো সাতজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৮ জন। এদের মধ্যে মারা গেছেন ১০১ জন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮০১ জন।
