কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্ধের পর নির্বাচনি প্রচার প্রচারনার দ্বিতীয় দিনে ২নং টিয়াখালী ইউনিয়নের উত্তর টিয়াখালী বাজারে উঠান বৈঠক ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা। বীর মুক্তিযোদ্ধা আ: ছত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক শেষে আনারস মার্কার ৫ নং ওয়ার্ডের উত্তর টিয়াখালী বাজারে অফিস উদ্বোধন অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন মো: মতলেব মৃধা, অব: সেনা কর্মকর্তা ফুল্টু প্যাদা, মনি হাওলাদার, দুদাল প্যাদা, আ: রব হাওলাদার, বাদল মৃধা, ছোবাহান প্যাদাসহ গন্যমান্যব্যক্তিবর্গ। উঠান বৈঠকে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: মাহামুদুল হাসান সুজন মোল্লা বলেন,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে উপস্থিত কর্মী সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রশাসনের কাছে তার একটাই দাবি ভোটারা যেন তাদের পবিত্র ভোট সুষ্ঠ ভাবে দিতে পারেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, সারা জীবন পাশে থাকব। ২৬ ডিসেম্বর রবিবার সারা দিন আনারাস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান সুজন মোল্লা।
