বীর মুক্তিযোদ্ধাদের জন্য থানায় আসন সংরক্ষিত রেখেছেন কোম্পানীগঞ্জ থানার (ওসি) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১

বীর মুক্তিযোদ্ধাদের জন্য থানায় আসন সংরক্ষিত রেখেছেন কোম্পানীগঞ্জ থানার (ওসি)




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় কোম্পানীগঞ্জ থানার ফেসবুক আইডিতে স্টাটাসের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করতে হবে। সূর্যসন্তানদের আত্মত্যাগের ফলে আজ এই সোনার বাংলা। তাই তাদের সম্মানে এই সামান্য চেষ্টা। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য থানায় আসন সংরক্ষিত রেখেছি।


স্টাটাসে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন লিখেন, গতকাল ১৬ ডিসেম্বর, বিজয় দিবস ছিল। মহান বিজয় দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। আমি অফিসার ইনচার্জ, কোম্পানিগঞ্জ থানার প্রতিনিধি হিসেবে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখি। যদিও আমার বক্তব্য দেওয়া সাজে না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। মহানদের বিষয়ে কিছু বলার সাহস আমার নেই। তদুপরি বই পড়ে ও আমার আপন দুই বীর মুক্তিযোদ্ধা চাচার কাছ হতে শুনেছি। বীর মুক্তিযোদ্ধাদের কথা, যুদ্ধের কথা। অসংখ্য বীরমুক্তিযোদ্ধা নিজেদের রক্ত দিয়ে নিঃস্বার্থভাবে দেশকে স্বাধীন করেছেন। আমি স্মরণ করতে চাই বাঙালি জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই সিদ্ধান্ত নিয়েছি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আমার অফিস রুমে আসন সংরক্ষিত থাকবে।


কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বাসিন্দা আবদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে আসন সংরক্ষিত রাখার বিষয়টি সুন্দর লেগেছে বিষয়টা প্রশংসনীয়।

Post Top Ad

Responsive Ads Here