২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু


 

সময় সংবাদ ডেস্কঃ




করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ দুজনই পুরুষ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৩ জনে।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯১ জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে।


শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগের দিন বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মারা গিয়েছিলেন তিনজন। আর ২৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।



এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন।


একই সময়ে ১৬ হাজার ১৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here