১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১

১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


 

সময় সংবাদ ডেস্কঃ



প্রতারণার ১১টি মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহিদ হোসেন খলিফাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ১১ বছর ধরে পরিবারসহ আত্মগোপনে ছিলেন।

শুক্রবার বিকেলে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার সকালে টেকনাফ থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ হোসেন বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা। 


এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান।


তিনি জানান, জাহিদ ১১টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে ১১ বছর ধরে পলাতক ছিলেন। এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও ৯ টি প্রতারণার মামলা আছে। তারাও সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন। এ পরিবারের (জাহিদসহ তার স্ত্রী, সন্তান, পুত্রবধূ) বিরুদ্ধে চার কোটিরও বেশি টাকা আত্মসাতের প্রায় ২০টি প্রতারণার মামলা আছে। সবগুলো মামলারই সাজা নিয়ে তারা আত্মগোপনে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অভিযান চালিয়ে জাহিদ হোসেন খলিফাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারে সহায়তা করে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প। এ পরিবারের অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

Post Top Ad

Responsive Ads Here