জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে পিকআপ ভ্যান থেকে পড়ে মেহরাজ উদ্দিন নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।
বুধবার রাতে সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মেহরাজ একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদিপ্রবাসী মোহন পাটওয়ারীর ছেলে। সে স্থানীয় উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আহতরা হলো- মো. সংগ্রাম ও জয়নাল। সংগ্রামকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। জয়নালকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগ্রাম ওই ইউনিয়নের নেয়াজের ডগী গ্রামের মো. সবুজের ছেলে। সে উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল থেকে পিকআপ ভ্যানে করে চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশ নেয় মেহেরাজ, সংগ্রামসহ ৮-১০ স্কুলছাত্র। একপর্যায়ে রাত পৌনে ৮টার দিকে মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে পৌঁছালে চলন্ত পিকআপ ভ্যানের পেছনের ঢালাটি হঠাৎ খুলে যায়। এতে পিকআপে থাকা ৪-৬ জন স্কুলছাত্র নিচে পড়ে যায়। এ সময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় মেহরাজ।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
