নির্বাচনী প্রচারণায় গিয়ে শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

নির্বাচনী প্রচারণায় গিয়ে শিশুর মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ



নোয়াখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে পিকআপ ভ্যান থেকে পড়ে মেহরাজ উদ্দিন নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।

বুধবার রাতে সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মেহরাজ একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদিপ্রবাসী মোহন পাটওয়ারীর ছেলে। সে স্থানীয় উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।


আহতরা হলো- মো. সংগ্রাম ও জয়নাল। সংগ্রামকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। জয়নালকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগ্রাম ওই ইউনিয়নের নেয়াজের ডগী গ্রামের মো. সবুজের ছেলে। সে উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।


স্থানীয়রা জানায়, বুধবার বিকেল থেকে পিকআপ ভ্যানে করে চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশ নেয় মেহেরাজ, সংগ্রামসহ ৮-১০ স্কুলছাত্র। একপর্যায়ে রাত পৌনে ৮টার দিকে মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে পৌঁছালে চলন্ত পিকআপ ভ্যানের পেছনের ঢালাটি হঠাৎ খুলে যায়। এতে পিকআপে থাকা ৪-৬ জন স্কুলছাত্র নিচে পড়ে যায়। এ সময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় মেহরাজ।


সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here