শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) থেকে:
প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর ফরিদপুরের সালথা উপজেলায় শিখন কেন্দ্রের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং বাস্তবায়নকারী সংস্থা দারিদ্র মোচন প্রচেষ্টা এর সহযোগিতায় বুধবার বেলা ১০ :৩০ টায় এই পাঠদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়।
ফরিদপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিলুফার চৌধুরীর সভাপতিত্বে গৌড়দিয়া কেন্দ্রে এসময় উপস্থিত ছিলেন, দারিদ্র মোচন প্রচেষ্টা এর পরিচালক মোঃ রোকন উদ্দিন, উপজেলা প্রোগ্রাম অফিসার ফকরুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী সাগর মাহমুদ, সুপারভাইজার সাব্বির আহমেদ প্রমূখ।
ফরিদপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিলুফার চৌধুরী শিক্ষর্থীদের বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় ৬৪ জেলায় ১৪ থেকে ৪৫ বছর বয়সী পুরুষ ও মহিলাদের জন্য ৬ মাস মেয়াদী মৌলিক শিক্ষার ব্যবস্থা করেছেন। এখান থেকে আপনারা লিখতে পড়তে ও ছোট বড় অংক করতে পারবেন। আপনারা সবাই নিয়মিত শিখন কেন্দ্রে আসবেন এবং শিক্ষা গ্রহন করবেন।
