নির্মানাধীন ভবনে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২০, ২০২১

নির্মানাধীন ভবনে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার


 



জেলা প্রতিনিধিঃ



নির্মানাধীন ভবনে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সে জন্যই রাগের বশে তিনি খুন করেছেন স্ত্রীকে।

গত ২ ডিসেম্বর কলকাতার বানতলায় একটি বহুতল ভবনের পেছন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল বলে জানিয়েছিল তারা। এরপর ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং আশপাশের জেলার নিখোঁজের তালিকার উপর নির্ভর করেই তদন্তে নামে পুলিশ।


ওই নারীর নাম অনিতা হাওলাদার। তার স্বামীর নাম রাজু মণ্ডল (৩০)। অনিতা রাজু মণ্ডলের দ্বিতীয় স্ত্রী। তিনি ভাঙড় থানার মাধবপুরের বাসিন্দা।


জানা যায়, ওই নারীর সঙ্গে প্রেম করেই বিয়ে হয়েছিল তার। খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাজু। সোমবার দুপুরে ঘটকপুকুর মোড়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন তিনি। তখনই পুলিশ গ্রেফতার করে তাকে।


পুলিশকে তিনি জানিয়েছেন, তার স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সাত জনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে এত জনের প্রেমের কথা জানতে পারার পরই তিনি রাগের মাথায় শ্বাসরোধ করে খুন করেন স্ত্রীকে।


অভিযুক্তের এই দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে তুলে হেফাজতে নেয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here