জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী বিপ্লব চন্দ্র দাস (৪৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব চন্দ্র দাস ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মৃত্যুঞ্জয় দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং এফ এইচপি এস এম ই বাজিতপুর শাখায় কর্মকর্ত ছিল।
জানা যায়, নিহত বিপ্লব চন্দ্র দাস ব্রাহ্মণবাড়ীয়া থেকে মোটরসাইকেলে তার কর্মস্থল বাজিতপুর অফিসে যাচ্ছিলেন। পরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় আসিলে কিশোরগঞ্জ থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে তিনি মারা যান। এ সময় পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।