গ্যাস লাইনে লিকেজ,গ্যাস সরবরাহ বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৫, ২০২২

গ্যাস লাইনে লিকেজ,গ্যাস সরবরাহ বন্ধ




জেলা প্রতিনিধিঃ


ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোড়ের মাথায় বাখরাবাদের গ্যাস লাইনে লিকেজ হওয়ায় সকাল থেকে জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।


শনিবার সকাল ১১টার দিকে হাজারী রোড়ের মাথায় ড্রেনের মধ্যে গ্যাসের সার্ভিস লাইনে আগুন জ্বলতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


এ ঘটনায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।



এতে জেলাজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের দুপুরের রান্নার সুবিধার্থে একটি অংশ এক ঘণ্টার জন্য চালু করে পুনরায় গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। বর্তমানে পুরো জেলায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।


জেলার বাখরাবাদ অফিসের ম্যানেজার বাপ্পি শাহরিয়ার জানায়, গ্যাসের সার্ভিস লাইনে লিকেজের মেরামত কাজ চলমান থাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে, কাজ শেষ হতে কিছু সময় লাগতে পারে।  

Post Top Ad

Responsive Ads Here