বিপিএল ২০২২ সাকিবকে ছাড়াই অনুশীলনে বরিশাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ১৬, ২০২২

বিপিএল ২০২২ সাকিবকে ছাড়াই অনুশীলনে বরিশাল

বিপিএল ২০২২ সাকিবকে ছাড়াই অনুশীলনে বরিশাল
ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে সুজন




নিজস্ব প্রতিবেদকঃ

 বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। ৬ দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হয়েছে আজ। 

রোববার মিরপুর একাডেমি মাঠে হেড কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে আজ সকাল থেকেই অনুশীলন শুরু করছে ফরচুন বরিশাল। কিন্তু সেখানে ছিলেন না সাকিব।


দলীয় সূত্রে জানা গেছে, সোমবার থেকে অনুশীলনে যোগ দেবেন তিনি।


দলের প্রথম অনুশীলনে সাকিব না এলেও এ বিশ্বতারকার সঙ্গে বোঝাপড়া নিয়ে কোনো চিন্তা নেই বরিশালের কোচ সুজনের। তার মতে, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে সেই দলের সঙ্গে কাজ করাটাও সহজ।


এক ভিডিওবার্তায় সুজন বলেন, যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।


এছাড়া নিজ দলের ভারসাম্য নিয়েও সন্তুষ্ট সুজন। তিনি বলেন, আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। টি-২০ ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত।


তিনি আরো বলেন, সত্যি বলতে টি-২০ ফরম্যাট এমন একটা খেলা, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ।


আজ শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করেছে বরিশাল। তাদের বিদেশি ক্রিকেটাররা আসবেন সোমবার থেকে। আগামীকাল বিকেলে ঢাকায় পৌঁছাবেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও রাতে আসবেন ইংল্যান্ডের জ্যাক লিন্টট।

মোঃসাইফুল্লাহ/সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here