প্রায় কয়েক হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ১৬, ২০২২

প্রায় কয়েক হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান

প্রায় কয়েক হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান
ছবি: সংগৃহীত



নিজস্ব প্রতিবেদকঃ

‘অপরাধমূলক কাজের’ সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় যাচাই-বাছাই শেষে প্রায় ৩ হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান।

শনিবার (১৫ জানুয়ারি) তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।


এখন পর্যন্ত ২ হাজার ৮৪০ জনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যানেলপ্রধান লতিফুল্লাহ হাকিমি। তিনি বলেন, ‘তারা ইসলামিক আমিরাতের বদনাম করছিল। যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা ভবিষ্যতে পরিচ্ছন্ন একটি সেনা ও পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি।’


হাকিমি আরও বলেন, বরখাস্ত হওয়া সদস্যরা দুর্নীতি, মাদক ও মানুষের ব্যক্তিগত জীবনের হস্তক্ষেপের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। অনেকের আবার জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। আফগানিস্তানে ১৪টি প্রদেশ থেকে এখন পর্যন্ত সদস্যদের বরখাস্ত করা হয়েছে। বাকি প্রদেশগুলোতেও এ কার্যক্রম চলবে।


আফগানিস্তানে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। এরপর তাদের ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। গত বছরের আগস্টে আবার আফগানিস্তান দখলে নেয় তালেবান। তখন থেকেই শাসননীতি নিয়ে সুর বদলেছে তারা। এ বিষয়ে আগের মেয়াদের তুলনায় নমনীয় হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর জের ধরেই সদস্যদের যাচাই-বাছাইয়ে একটি কমিশন গঠন করে তালেবান।

মোঃসাইফুল্লাহ/সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here