চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২৫, ২০২২

চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে ৬৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রনোদনা ও পূর্বাসন কর্মসূচী রবি মৌসুম ২০২১-২২ অর্থবছরের এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।


সোমবার (২৪ শে জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি দপ্তরের সামনে এ বীজ ও সার বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন এর সার্বক পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলার ৬ শত ৬০ জন কৃষদের মাঝে প্রতি জনকে ৬ কেজি ৭ শত গ্রাম করে চীনা বাদাম বীজ,১০ কেজি করে ডিএপি সার, ৫ কেজি করে এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।তিনি আরো জানান কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় চরভদ্রাসনের কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরো উদ্বুদ্ধ হবেন।




Post Top Ad

Responsive Ads Here