ফরিদপুরে সরকারী খালের গাছ বিক্রি! |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নে পরমেশ্বদী গ্রামের মধ্যে বয়ে যাওয়া মুংলাবাড়ি খালের পাড়ে থাকা সরকারী জায়গার ৩টি দিবদাড় গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তিনটি গাছের গুড়ি জব্দ করেছেন উপজেলা প্রশাসন। গাছের গুড়িগুলো জব্দ করে পরমেশ্বদী গ্রামের বাসিন্দা সরোয়ার খার জিম্মায় রাখা হয়েছে।
জানা যায়, পরমেশ্বদী গ্রামের মুংলাবাড়ির খালের মধ্যে সরকারী জায়গায় থাকা তিনটি দিবদাড় গাছ সারোনদি গ্রামের সামাদ শরীফের নিকট বিক্রি করেন পরমেশ্বদী গ্রামের সত্তার মোল্যা। সে গাছ গত ২৫ জানুয়ারী কেটে নেওয়ার সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের নির্দেশে জব্দ করেন পরমেশ্বদী ভূমি তহসীলদার মো. কুদ্দুস হোসেন। গাছগুলো জব্দ করে সরোয়ার খার জিম্মায় রাখা হয়।
এ ব্যাপারে সরোয়ার খা বলেন, সরকারী গাছ কেটে নেওয়ার সময় ভূমি তহসীলদার জব্দ করে আমার জিম্মায় রেখেছেন। বর্তমানে গাছের গুড়িগুলো আমার জিম্মায় রয়েছে।
ভূমি তহসীলদার মো. কুদ্দুস হোসেন বৃহস্পতিবার বলেন, সরকারী জায়গার গাছ কাটার খবর পেয়ে কাটা গাছ জব্দ করা হয়েছে। গাছগুলো বর্তমানে সরোয়ার খার জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গাছগুলো জব্দ করা হয়েছে। যারা সরকারী জায়গার গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
