ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২২, ২০২২

ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত
 
ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত


 ফরিদপুরঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত নয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই এ দাবির মধ্য দিয়ে ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের এক মানববন্ধন আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।এ মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনার্স  চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ না হলে তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ পাবে না । এবং তাদের ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা সরকারের নিকট দাবী জানান স্বাস্থ্যবিধি মেনে হলেও তাদের পরীক্ষা টা যেন  নেওয়া হয় ।


মানববন্ধনে শিক্ষার্থীবৃন্দ বলেন আমরা স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষায় অবতীর্ণ হতে চাই এতে অন্তত যাই হোক আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে।এ ব্যাপারে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন  রিজভী আহমেদ, নাঈম হোসেন , সাইমুন হোসেন, রিয়াজুল ইসলাম, রনি শেখ, নাসির খান প্রমূখ।এ কর্মসূচিতে শহরের বেশ ক'টা কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।




মোঃরিফাত ইসলাম/সময় সংবাদ/রাজ

Post Top Ad

Responsive Ads Here