আদমদীঘিতে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন এতিমখানা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
গত শনিবার ২২ জনুয়ারি সন্ধ্যায় উপজেলার কালাইকুড়ি গ্রামে জিএম এ্যাকোয়া কালচার লিমিটেড চত্ত¡রে আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এর প্রদত্ত এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান মধু, উপজেলা বিএনপি নেতা ফজলু, আনোয়ার হোসেন, দুলাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোতালেব হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, সাবেক ছাত্রদল নেতা কেএম মুকুল উদ্দিন, রিয়ন সরকার, মারুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।