বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১৪, ২০২২

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
ফাইল ছবি





 নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী গাড়িতে অজ্ঞাত পরিবহ‌নের ধাক্কায় একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। এ‌তে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এ‌লেঙ্গা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের কারণে ঢাকাগামী প‌রিবহনগু‌লো বিকল্প হি‌সে‌বে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল কর‌ছে।


সেতু কর্তৃপক্ষ সূ‌ত্র জানায়, ভোর থে‌কেই প‌শ্চিমপা‌ড়ের সিরাজগ‌ঞ্জ অং‌শে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এ‌তে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রছিল যানবাহন। এছাড়া সকা‌লের দি‌কে সেতুর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ্যাম্বু‌লেন্স‌কে ‌পেছন থে‌কে আ‌রেক‌টি প‌রিবহন ধাক্কা দেয়। এতে চালক আহত হন। পরে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়।


এ সময় সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল। দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। এতে সেতুর দুই পা‌শের মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) শ‌রিফুল ইসলাম ব‌লেন, সকা‌লের দি‌কে সেতুর ওপর দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুই পা‌শে যানজটের সৃ‌ষ্টি হয়। এছাড়া যানজ‌টের ফ‌লে মালবাহী ট্রাকচালকরা গা‌ড়ি বন্ধ ক‌রে ঘু‌মি‌য়ে প‌ড়েন। এ‌তেও যানজটের সৃ‌ষ্টি হয়। খবর পে‌য়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত লাশবাহী গা‌ড়ি‌টি স‌রি‌য়ে নেয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ত‌বে মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here