মমেক হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২২, ২০২২

মমেক হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে

মমেক হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে
ফাইল ছবি



নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমইসি) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন এ তথ্য নিশ্চিত করেন। মহিউদ্দিন খান।


নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫) ও নেত্রকোনা মদন উপজেলার রাশিয়া (৩৫), ময়মনসিংহ সদরের দিলীপ মিয়া (৬০) ও জামালপুর সদরের মনির হোসেন (৬০)। দিলীপ ও মনির করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।


মহিউদ্দিন খান বলেন, হাসপাতালে নতুন ১৪ জনসহ ৬৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে রয়েছেন তিনজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।


সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তকরণ হার 19.31 শতাংশ।


এর আগে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমইসি) হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের রাবিয়া খাতুন, নেত্রকোনা সদরের এনামুল হক ও জামালপুর সদরের দুলাল উদ্দিন। রাবিয়া খাতুনের করোনা পজিটিভ এসেছে।


মহিউদ্দিন খান মুন জানান, এদিন ইউনিটে ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জন। এর মধ্যে ৩২ জন করোনা পজিটিভ রোগী। এ ছাড়া বর্তমানে চারজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আর ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here