অনশনের ৭২ ঘন্টায় গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ শিক্ষার্থী |
নিজস্ব প্রতিবেদকঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে থাকা ২৪ শিক্ষার্থীর মধ্যে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) অনশনের ৭২ ঘণ্টায় তারা গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন সমস্যায় হাসপাতালে ভর্তি হন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অনশনরত ২৪ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অবস্থা খুবই গুরুতর। এছাড়া অনশনে যারা হাসপাতালে ভর্তি হননি তাদের অবস্থাও তেমন ভালো নয়।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি মানা হলে অনশন ভাঙলেও অসুস্থদের পুরোপুরি সুস্থ হতে অন্তত এক মাস সময় লাগবে।
হাসপাতাল সূত্রে খবর, অনশনে থাকা ছাত্রছাত্রীদের অবিলম্বে অনশন ভাঙতে হবে। তা না হলে তাদের অবস্থা আরও খারাপ হবে। আপনি আইসিইউতে ফিরে যেতে পারবেন না।
শিক্ষার্থীরা আরও জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসের ভেতরের চিমটি বন্ধ করা হবে। যাতে আমরা যারা আন্দোলনে থাকি তারা খাবার খেতে না পারি।
এদিকে অনশন শুরুর পর কয়েক দফায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। তারা আলোচনার আহ্বান জানিয়েছে। শিক্ষার্থীরা জানান, আন্দোলনে ঐক্যবদ্ধ না হলে তারা শিক্ষকদের কোনো কথাই শুনতে চান না।
শিক্ষার্থীরা বলেন, ভিসির সহায়তা ছাড়া পুলিশ হামলা চালাতে পারত না। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ভিসিকে পদত্যাগ করতে হবে।
জানা গেছে, হল প্রভোস্টের অব্যবস্থাপনা ও অসদাচরণের কারণে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে গত ১৩ জানুয়ারি থেকে দশ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় গত রোববার বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ভিসি অবরোধ করে শিক্ষার্থীরা। পরে ভিসির সহায়তায় পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলনের নবম দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রী মো. দীপু মনির সঙ্গে ফোনে কথা হয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, তাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় যাবে। শিক্ষার্থীরা জানান, অনশনে থাকা শিক্ষার্থীদের ছেড়ে তারা আলোচনার জন্য ঢাকায় যেতে চান না।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ