| বক্তব্য রাখছেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস |
মেহের আমজাদ,মেহেরপুরঃ
মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা ফুটবল একাডেমির আয়োজনে কাঁঠালপোতা মাঠে চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন মন্ডল, শফিকুল ইসলাম, আসাদুল হক, রাশেদুল ইসলাম, এনামুল হক প্রমুখ।
পরে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবল খেলার উদ্বোধন করেন। চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে ১৬টি ক্লাব অংশগ্রহণ করছেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
