বগুড়ায় ৮ মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ১৯, ২০২২

বগুড়ায় ৮ মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে

বগুড়ায় ৬ মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে
সিভিল সার্জন কার্যালয়, বগুড়া



নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ায় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৮টি নমুনা পরীক্ষায় ৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। নমুনা পরীক্ষার ফলাফল সনাক্তকরণের হার বেড়ে 39.81 হয়েছে।

বুধবার বিকেলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। সাজ্জাদ-উল-হক।


তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ করোনা সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত দেশের ১২টি জেলার মধ্যে বগুড়া অন্যতম। সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। জনসমাবেশ থেকে নিজেকে রক্ষা করতে হবে। যারা এখনো করোনাভাইরাসের টিকা পাননি তাদের দ্রুত টিকা দিতে হবে।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত জেলায় করোনা বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯৬, যার মধ্যে ছয়জন বগুড়া জেলার বাসিন্দা।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। বর্তমানে 54 জন করোনারি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩২ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ১৩ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন রয়েছেন।

 মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here