বিপিএলের ভেন্যু বাড়িয়েছে বাফুফে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ১৯, ২০২২

বিপিএলের ভেন্যু বাড়িয়েছে বাফুফে

বিপিএলের ভেন্যু বাড়িয়েছে বাফুফে
এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না বিপিএলের কোনো ম্যাচ


 নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ছয়টি ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ভেন্যু বাড়িয়েছে নতুন সিদ্ধান্ত। ফলস্বরূপ, 2021-22 মৌসুমের জন্য প্রিমিয়ার লিগের গেমগুলি মোট সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম (টঙ্গী), শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম (গোপালগঞ্জ), সিলেট জেলা স্টেডিয়াম, মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম (রাজশাহী), কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মাতৃসমাবেশের ফ্লাইট লেহনে অনুষ্ঠিত হবে। সাতটি ভেন্যু।

পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, যোগাযোগের সমস্যার কারণে ময়মনসিংহ ও টাঙ্গাইলে ভেন্যু নিয়ে কোনো পরিকল্পনা নেই।

মুর্শেদী বলেন, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এখন ঢাকার বাইরে ছয়টি ভেন্যু নিয়ে অবস্থিত। বাফুফের একটি প্রতিনিধি দল গিয়ে মাঠ, পরিবহন, প্রেস বক্স, গ্যালারিসহ সবকিছু দেখেছে। কিছু কাজ বাকি আছে, যা চলতি মাসের শেষের দিকে শেষ হবে।

তিনি আরও জানান, দ্বিতীয় রাউন্ড থেকে কুমিল্লায় খেলা হবে। গোপালগঞ্জে মাঠের অবস্থা ভালো। সেখানে থাকতে কোন সমস্যা নেই। কোটালীপাড়া হলো দলগুলোর থাকার জায়গা। যোগাযোগের জন্য বর্তমানে আমাদের ময়মনসিংহ ও টাঙ্গাইলে ভেন্যু নেই।

লিগ কমিটি এর আগে কুমিল্লা, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, টাঙ্গাইল বা ময়মনসিংহে ভেন্যু নির্বাচন করেছিল। এ ছাড়া টঙ্গীতে আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ও বসুন্ধরা কিংসের নবনির্মিত ভেন্যু বিবেচনা করছিলেন তারা। সোমবারের বৈঠকে বিবেচনাধীন দুটি ভেন্যু চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হবে ১২টি দল নিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here