ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৫, ২০২২

ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহত




জেলা প্রতিনিধিঃ


 কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় অনিক নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক একই এলাকার আক্কার শাহের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অনিক তার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুষ্টিয়া বড়বাজার থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশুটিকে চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ড্রাম ট্রাকটি আটকে ভাঙচুর চালায় ও চালককে গণপিটুনি দেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরো পড়ুন: অপহরণের চারদিন পর উদ্ধার হলো ইতালি প্রবাসী কিশোরী




বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।


প্রসঙ্গত, কুষ্টিয়া জেলায় গত চারদিনে ড্রাম ট্রাকের ধাক্কায় অন্তত আটজনের প্রাণহানি হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here