করোনা ২৪ ঘণ্টায় শনাক্ত ছাড়ালো চার হাজার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারী ১৪, ২০২২

করোনা ২৪ ঘণ্টায় শনাক্ত ছাড়ালো চার হাজার

২৪ ঘণ্টায় এক লাফে শনাক্ত ছাড়ালো চার হাজার



২৪ ঘণ্টায় এক লাফে শনাক্ত ছাড়ালো চার হাজার



নিজস্ব প্রতিবেদকঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। 

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৮৭১ নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৭৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে। নমুনা পরীক্ষার হিসাবে একদিনে করোনা রোগীর শনাক্তের হার ১৪.৬৬।


এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায়  ৩৫১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ মোট হচ্ছে ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

এর আগে, বৃহস্পতিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। তখন করোনায় আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ১২৩ জনে। ঐ সময়ে নতুন ৩ হাজার ৩৫৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।  তখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here