রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে রোববার সকালে পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদকঃ
সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে করোনা পরিস্থিতিতে কঠোর নিষেধাজ্ঞা মেনে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ পুলিশের বড় সম্মেলন শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে ভার্চুয়াল উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন।
পুলিশ সদর দফতর আগে বলেছিল যে 23-27 জানুয়ারী অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে 'দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'। এদিকে পুলিশ সপ্তাহকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর প্রধান সড়ক ও সড়কদ্বীপ।
বার্ষিক পুলিশ কুচকাওয়াজে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার। সালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন।
এ বছর পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ জন এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ জন পুলিশ সদস্য পদক পাচ্ছেন। করোনার কারণে 2021 সালে পুলিশ সপ্তাহ না হওয়ায় এ বছর 2020 ও 2021 সালের মেডেল একসঙ্গে দেওয়া হচ্ছে।
পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম), বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং পুলিশ মহাপরিদর্শক পৃথক বাণী দিয়েছেন। পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।
পুলিশ সপ্তাহের মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য, অতিথি ও গণমাধ্যম কর্মীদের করোনা সংক্রমণে সরকারি বিধিনিষেধ মেনে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। এর আগে করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া কেউ অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছিল। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ