![]() |
সিরাজগঞ্জে তাঁতীদের মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা বিতরন | সময় সংবাদ |
উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে তাঁতী সমিতির সদস্যদের মাঝে ৩ কোটি ৪ লাখ টাকার সুল্ক মুক্ত সুতা বিতরণ করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। বৃহস্পতিবার (৩১শে মার্চ) দুপুরে শহরের মিরপুর এলাকায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রাথমিক তাঁতী সমিতির ৮৪ জন তাঁতীর মাঝে এসুতা বিরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে তাঁতীদের মাঝে এ সুতা বিতরণ করেন।
এসময় তাঁত বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম প্রান্তি তাঁতীদের উদ্দেশ্যে বলেন, বিনা শুল্কে সরকার আপনাদের সুতা দিয়ে সহয়যোগিতা করছে। তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনাদেরও ভুমিকা রাখতে হবে। তিনি পর্যায় ক্রমে সিরাজগঞ্জের ক্ষতি গ্রস্থ সকল তাঁতীদের সরকারি সহযোগিতা দেয়ারও আশ্বাস দেন। এসময় তিনি তাঁতীদের সহযোগিতা বদলে তাঁত বোর্ডের কোন কর্মকর্তা ও কর্মচারির কোন প্রকার গাফিলতি পেলে কঠোর হস্থে দমনেরও হুশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁত বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, রাজস্ব কর্মকর্তা জয়রাম সাহা, বেলকুচি উপজেল নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান,সিরাজগঞ্জ তাঁত বোর্ড বেসিক সেন্টারের লিয়াজো কর্মকর্তা তন্নী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, জাতীয় তাতী সমিতির সভাপতি মো: মনোয়ার হোসেন,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সমিতির পরিচালক জাহিদুল ইসলাম, বেলকুচি ভাঙ্গাবাড়ী প্রাথমিক তাতী সমিতির সভাপতি হযরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।