বোয়ালমারীতে বিদ্যালয়ে পুরোদমে পাঠদান শুরুর এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২৫, ২০২২

বোয়ালমারীতে বিদ্যালয়ে পুরোদমে পাঠদান শুরুর এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা | সময় সংবাদ

বোয়ালমারীতে বিদ্যালয়ে পুরোদমে পাঠদান শুরুর এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরিপূর্ণ পাঠদান কার্যক্রম শুরুর এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিদ্যালয়গুলোর মতো উপজেলার চতুল ইউনিয়নে অবস্থিত চতুল উচ্চ বিদ্যালয়ে করোনাপূর্বকালীন সময়ের মতো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। পরিপূর্ণ শিক্ষা কার্যক্রম চালুর এক সপ্তাহের মধ্যেই বিদ্যালয়টিতে পরীক্ষা নেয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


জানা যায়, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে বছরে দুটি পরীক্ষা নেয়ার কথা। তাছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এই মুহূর্তে পরীক্ষা নেয়ার কোন নির্দেশনাও নেই। উপজেলার অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, গত ২২ ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শ্রেণিতে পাঠদান শুরু হয়েছে। আর ১৫ মার্চ থেকে সব বিষয়ে পরিপূর্ণ শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। 


সব বিষয়ে পাঠদানের এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা নেয়ায় শিখন সম্পন্ন হওয়ার আগেই কীসের মূল্যায়ন করা হবে বলে অভিভাবকেরা প্রশ্ন তুলেছেন। অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার ফী, সেশন চার্জ, বেতন এবং আনুষঙ্গিক অর্থ আদায় করতেই এই পরীক্ষা নেয়া হচ্ছে। গত ২২ মার্চ থেকে পাঠ মূল্যায়নের অজুহাতে পরীক্ষা নেয়া হচ্ছে। ৬ষ্ঠ শ্রেণির জনৈক শিক্ষার্থীর অভিভাবক জানান, পরীক্ষা শুরু হওয়ায় বিদ্যালয়ের যাবতীয় বকেয়া পরিশোধ করতে হয়েছে। 


চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেন বলেন, আমরা পরীক্ষা নিচ্ছিনা। যতটুকু পড়ানো হয়েছে তার পাঠমূল্যায়নের ব্যবস্থা করেছি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পাঠ মূল্যায়নের জন্যে কোন প্রকার ফি নেয়া হচ্ছেনা। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, পরীক্ষা নেয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে আমার নিকট কোন অভিযোগ আসেনি। তিনি বিষয়টি তদন্তের আশ্বাস দেন।


Post Top Ad

Responsive Ads Here