সালথায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২৫, ২০২২

সালথায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ


সালথায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় গণহত্যা দিবস ২০২২ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে সকল শহিদদের স্মরণে ৫ শতাধিক মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার টিপু সুলতান, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ইখতিয়ার লিটন, উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী  মাহমুদ আরশাফ টুটু, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।  


উল্লেখ, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।


Post Top Ad

Responsive Ads Here