সুবর্ণচরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২৫, ২০২২

সুবর্ণচরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার | সময় সংবাদ

সুবর্ণচরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার | সময় সংবাদ 


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:

শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে ৩ নম্বর ওয়ার্ড কেরামতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়। পুকুর থেকে ভাসমান অবস্থায় স্কুলছাত্র  সিফাতের  লাশ উদ্ধার করেছে পুলিশ। 


এর আগে, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক দিন আগে( বৃহস্পতিবার) নিখোঁজ হয় মোহাম্মদ সিফাত (১৫) নামে এক স্কুলছাত্র। 


মোহাম্মদ সিফাত ওই গ্রামের প্রবাসী ফুল মিয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সিফাত সবার বড়। তিনি স্থানীয় লর্ড লিওনার্দো চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী বাবার বড় সন্তান সিফাত। মা অসুস্থ থাকায় পড়ালেখার পাশাপাশি পরিবারের সব দেখাশুনা করতেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বইয়ের ব্যাগ ঘরে রেখে বাইরে যান সিফাত। এরপর থেকে সারাদিন ও রাতে বাড়ি ফিরে আসেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন।


চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিফাতের মৃত্যুর কারণ জানা যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Post Top Ad

Responsive Ads Here