ফরিদপুরে মেধা, দক্ষতা ও যোগ্যতায় ১২০ টাকায় পুলিশে চাকরি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২

ফরিদপুরে মেধা, দক্ষতা ও যোগ্যতায় ১২০ টাকায় পুলিশে চাকরি

 



সঞ্জিব দাস, ফরিদপুর :  
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার সবজি বিক্রেতা শাওন মৃধা। কোন দিন ভাবতে পারেননি তিনি সরকারী চাকুরী করবেন। তবে তার সেই নিরাশার স্বপ্ন আশা বাস্তবে দেখা দিয়েছে এবারের ফরিদপুর পুলিশের চাকুরী নিয়োগে। তার মেধা ও যোগ্যতার দিয়েই চাকুরী হতে চলছে পুলিশে। সামনে স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে তিনি হবেন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। তবে শাওন এখনও বিশ^াস করতে পারছেন না তার ১২০ টাকায় পুলিশের এই চাকুরী হতে পারে। কৃতজ্ঞচিত্তে বার বার স্মরন করছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের কথা। তার মতো এমন মানুষের কারনে তার স্বপ্ন পূরন হয়েছে বলে তিনি মনে করেন।   

মধুখালী উপজেলার বাগাট উত্তরপাড়া এলাকার অটো চালক সজল মোল্যা। এবারের পুলিশের নিয়োগ পরীক্ষায় তিনি তার মেধা যোগ্যতা দিয়ে স্থান করে নিয়েছেন। তার চাকুরী হয়েছে এটা স্বপ্নের মতো বলে জানান তিনি। কোন টাকা পয়সা ছাড়া পুলিশে চাকুরী হতে পারে এটা বিশ^াস হচ্ছিলো না তার। তিনি বলেন আমি অটো চালিয়ে সরকারী রাজেন্দ্র কলেজে বিবিএ ক্লাসে পড়াশুনা করি। আমার আয়ের টাকা দিয়ে পরিবারের খরচ সহ পড়াশুনার খরচ চলে। নিয়োগ পত্রিকায় দেখে তিনি আবেদন করেন এরপর অংশ নিয়ে তিনি পুলিশের চুড়ান্ত পরীক্ষায় চান্স পান।  

ভাঙ্গা উপজেলার ফারুক শেখ গত ৬মাস আগে মারা যান। তার একমাত্র কন্যা ফারজানা এখন এতিম। তার সাথে তার আরো ছোট দুই ভাই ও মাকে নিয়ে তার কষ্টের সংসার। ফারজানা কদিন আগে এইচএসসি পাশ করেছেন। এরই ভিতর পুলিশের নিয়োগ দেখে আবেদন করেন অনেকটা হতাশা নিয়েই। শাররীক পরীক্ষার পর এক এক করে প্রতিটি ধাপ তিনি অতিক্রম করে প্রাথমিকভাবে এখন তিনি পুলিশের চুড়ান্ত তালিকায় স্থান পেতে চলছেন। জীবনে ভাবতে পারেননি তিনি ১২০ টাকা খরচ করে কোন রকম টাকা না দিয়ে চাকরি পেতে যাচ্ছেন। এটা তার কাছে অবিশ^াস এক স্বপ্ন বলে জানান সাংবাদিকদের।

একই ভাবে ভাঙ্গার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকার মাছ বিক্রেতা গোপাল বিশ^াসের কন্যা কেয়া বিশ^াস। অভাবের সংসারে বড় হয়েছেন। তার বড় বোন ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী তাকে পড়াতে তার বাবার সহায় সম্বল সব শেষ। এরপর তার আরো দুই বোন ও এক ভাইকে নিয়ে সংসার চালানো কষ্ট হচ্ছিলো বাবার। ভাবছিলেন পড়াশুনা আর করবেন না। এরই মাঝে পুলিশের নিয়োগ দেখে আবেদন করেন। আবেদন করার পর প্রতিটি ধাপ তিনি অতিক্রম করে এখন তিনি পুলিশ হওয়ার স্বপ্ন দেখছেন। তিনিও ভাবতে পারেননি ১২০টাকায় পুলিশে চাকুরী হতে পারে। 


এভাবে মোট ৫৩ জন ফরিদপুরে শুধুমাত্র মেধা ও যোগ্যতায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন। যাদের কেউ অটো চালক, কেউ সবজি বিক্রেতা, কেউ দিনমুজুর, কারো বাবা কৃষক, কারো বাবা দিনমজুর-শ্রমিক, কারো বাবা রিকশাচালক, কেউবা আবার নিজেরাই গার্মেন্টসকর্মী।

 

জেলা পুলিশ সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এবার ১৮০১ জন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারের নিয়োগ পরীক্ষায় ৫৩ জনের চাকুরী হবে। এর মধ্যে পুরুষ রয়েছে ৪৫জন আর নারী রয়েছেন ৮জন। সেই মোতাবেক গত ৯মার্চ প্রথমে শাররীক পরীক্ষা শেষে ৩৯৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উর্ত্তীন্ন হয়। এরপর মৌখিক পরীক্ষায় ২০ মার্চ অুষ্ঠিত হয়। সেখান থেকে মোট ৫৩ জন উর্ত্তীন্ন হয়েছে। এছাড়া অপেক্ষামান রয়েছে আরো ১৬জন। এখন স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর তারা স্ব স্ব টেনিং সেন্টারে চলে যাবেন।    

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, আমি অভিভূত এবং নিজেকে গর্বিত মনে করছি ইতিহাসের স্বাক্ষী হতে পেরে। আইজিপি স্যারের ঐকান্তিক ইচ্ছা ও চেষ্টার কারণেই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে মেধা ও যোগ্যতাভিত্তিক এ নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো প্রার্থীদের অনেকগুলো ধাপ পেরিয়ে যোগ্যতা প্রমাণ করে তারা চূড়ান্ত তালিকায় আসতে পেরেছে।

তিনি বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়োগ পরীক্ষার আগে থেকে শেষ পর্যন্ত আমরা সতর্ক ছিলাম। দালালরা যাতে প্রার্থীদের প্রতারিত করতে না পারে, সেজন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করেছে। আমরা বিশ্বাস করি এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে পুলিশ সদস্যদের নিয়োগ দিলাম তারা ২০৪১ এর উন্নত বাংলাদেশের পুলিশ হিসেবে নিজেদের তৈরি করতে পারবে।

Post Top Ad

Responsive Ads Here