কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ০১, ২০২২

কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা | সময় সংবাদ

কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা | সময় সংবাদ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: 

কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা রোধে - লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভার স্টার মাইকেল মধুর প্রযোজনায় একটি ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন করনীয় বিষয়গুলো তুলে ধরেন। এসময় অনলাইনে ভিডিও ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন ফ্রীল্যান্স কনসাল্ট্যান্ট রেজাউল করিম। কলাপাড়ার ৪টি ইউনিয়নে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচী চালু হয়েছে।


আলোচনা সভায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কলাপাড়া শাখার ম্যানেজার জেমস রাজিব বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল অহসান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মো: সেলিম, সিপিপির ডেপুটি ইউনিয়ন টিম লিডার শহীদুল ইসলাম তালুকদার, গনমাধ্যম কর্মী মিলন কর্মকার রাজু, লতাচাপলী ইউপি সদস্য রুপা বেগম, মো: জামাল হোসেন, মহিপুর ইউপি সদস্য মিনারা বেগম, মর্জিনা বেগমসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এসময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কলাপাড়া শাখার ম্যানেজার জেমস রাজিব বিশ্বাস বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে - লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তালাক, বহুবিবাহ, ধর্মীয় অনুভূতি, ইভটিজিং, বাল্যাববাহ, থ্রেট, ধর্ষন প্রতিরোধে মসজিদ-মাদ্রাসা ও স্কুল-কলেজে এ বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে বলে তিনি সাংবাদিকদের জানান।





Post Top Ad

Responsive Ads Here