মাদক কিনতে টাকার ভাগ’ নিয়ে দ্বন্দ্ব, গলায় ছুরিকাঘাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, May 23, 2022

মাদক কিনতে টাকার ভাগ’ নিয়ে দ্বন্দ্ব, গলায় ছুরিকাঘাত

 

মাদক কিনতে টাকার ভাগ’ নিয়ে দ্বন্দ্ব, গলায় ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি 


বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘মাদক কিনতে টাকার ভাগ’ নিয়ে দ্বন্দ্বে মিলন নামে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।


রোববার রাতে সাড়ে ৮টার দিকে ওই উপজেলার ডেমাজানী বাজার এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তিনি। বর্তমানে মিলন আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।


আহত মিলন ডেমাজানী এলাকার বাসিন্দা। তার বাবার নাম চাঁন মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই সহযোগী একই এলাকার নুর ইসলাম ও সনেটের সঙ্গে ডেমাজানী বাজারে যাচ্ছিলেন মিলন। এ তিনজনই মাদকসেবী। তারা ওই বাজারে অবস্থান মাদকদ্রব্য কেনার জন্য নিজেদের টাকা একত্র করছিলেন। ওই সময় টাকার ভাগ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে নুর ইসলাম রেগে গিয়ে মিলনের গলায় ছুরিকাঘাত করেন। এরপরই নুর ইসলাম ও সনেট ডেমাজানী বাজার এলাকা থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।


স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রাজা মিয়া জানান, মিলন, নুর ইসলাম ও সনেট তিনজনই মাদকসেবী হিসেবে পরিচিত। নিজেদের মধ্যে মাদক কেনার টাকা সংগ্রহ করা নিয়ে দ্বন্দ্বে মিলনকে ছুরিকাঘাত করা হয়েছে।


শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন জানান, মাদক কেনার টাকা নিয়ে দ্বন্দ্বে মিলনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই ডেমাজানী বাজার এলাকায় অভিযান চালানো হয়েছে।







No comments: