শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন আগামী বছর: পর্যটন প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২৩, ২০২২

শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন আগামী বছর: পর্যটন প্রতিমন্ত্রী

 

শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন আগামী বছর: পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 


করোনা মহামারির সময় কাজের অগ্রগতি বাধাগ্রস্ত না হওয়ায় আগামী বছরেই হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।


সোমবার বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।


পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রবাসী শ্রমিকদের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসতে এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চলছে।


আরো পড়ুন> বিমানে আসন নিজেই বাছাই করতে পারবেন যাত্রী


বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কী পদক্ষেপ নেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে ২১ হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করে। তাদের সবাইকে প্রশ্ন করা সময়সাপেক্ষ ও অসম্ভব ব্যাপার। কাস্টমস ও অন্যান্য সংস্থার সঙ্গে কথা হয়েছে যেন নির্দিষ্ট যাত্রী বা সন্দেহভাজন ১-২ শতাংশ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।


ই-গেট চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।





Post Top Ad

Responsive Ads Here