৩২ হাজার ৭০০ পিস বার্গার খেয়ে বিশ্বরেকর্ড বৃদ্ধের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২১, ২০২২

৩২ হাজার ৭০০ পিস বার্গার খেয়ে বিশ্বরেকর্ড বৃদ্ধের

 ৩২ হাজার ৭০০ পিস বার্গার খেয়ে বিশ্বরেকর্ড বৃদ্ধের


ফিচার ডেস্ক 


এই প্রেমকাহিনি হার মানাবে ‘রোমিও জুলিয়েট’ কিংবা ‘মৃচ্ছকটিক’কেও। শুধু এক্ষেত্রে অবশ্য ভালোবাসার এক দিকে এক জন মানুষ থাকলেও অন্য দিকে রয়েছে বার্গার!


আমেরিকার হুইসকনসেন নিবাসী ডন গোর্সকে ১৯৭২ সালের মে মাসে প্রথম বার খেয়েছিলেন বিশেষ একটি বার্গার। বার্গারটি খেয়ে এতটাই ভালো লেগে যায় তার যে, রোজ সেই একই বার্গার খাওয়া শুরু করেন তিনি। সেই থেকে ওই বিশেষ ধরনের বার্গার খাওয়া বন্ধ করেননি এই ব্যক্তি। এ বছর মে মাসেই বার্গার প্রেমের সুবর্ণজয়ন্তী পালন করলেন ডন। বার্গার সংস্থার তরফ থেকেও ব্যবস্থা করা হয়েছিল বিশেষ সংবর্ধনার।



এই প্রেমকাহিনি হার মানাবে ‘রোমিও জুলিয়েট’ কিংবা ‘মৃচ্ছকটিক’কেও। শুধু এক্ষেত্রে অবশ্য ভালোবাসার এক দিকে এক জন মানুষ থাকলেও অন্য দিকে রয়েছে বার্গা।


আমেরিকার হুইসকনসেন নিবাসী ডন গোর্সকে ১৯৭২ সালের মে মাসে প্রথম বার খেয়েছিলেন বিশেষ একটি বার্গার। বার্গারটি খেয়ে এতটাই ভালো লেগে যায় তার যে, রোজ সেই একই বার্গার খাওয়া শুরু করেন তিনি। সেই থেকে ওই বিশেষ ধরনের বার্গার খাওয়া বন্ধ করেননি এই ব্যক্তি। এ বছর মে মাসেই বার্গার প্রেমের সুবর্ণজয়ন্তী পালন করলেন ডন। বার্গার সংস্থার তরফ থেকেও ব্যবস্থা করা হয়েছিল বিশেষ সংবর্ধনার।


পাঁচ দশকে কেবল ৮ দিন বার্গার খেতে পারেননি গোর্সকে। কিন্তু কেন টানা দিনের পর দিন বার্গার খাচ্ছেন তিনি? গোর্সকে জানিয়েছেন, তিনি যদি এক বার কোনো খাবার পছন্দ করেন, তবে সেই খাবারটিই খেতে থাকেন এক টানা। যত দিন বাঁচবেন, তত দিনই তিনি রোজ এই বার্গার খেয়ে যেতে চান বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ওই একই বার্গার প্রায় ৩২ হাজার ৭০০ খানা খেয়েছেন তিনি!


তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, মোটেই স্বাস্থ্যকর নয় এই অভ্যাস। এই ধরনের ‘ফাস্টফুড’ দিনের পর দিন খেলে ক্ষতি হতে পারে শরীরের। বেড়ে যেতে পারে কোলেস্টেরলের মাত্রা, সঙ্গে বাড়ে হৃদরোগ ও স্ট্রোকের মতো গুরুতর রোগের ঝুঁকিও।

Post Top Ad

Responsive Ads Here