![]() |
| "রেললাইনে যুবকের লাশ, হাত-পা মিলল ২৫০ ফুট দূরে ঝোপে | সময় সংবাদ" |
জামালপুর প্রতিনিধি
জামালপুরে সরিষাবাড়ীতে রেললাইন থেকে মাসুদ রানা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নিহতের কাটা একটি হাত ও পা পাওয়া গেছে রেললাইন থেকে প্রায় ২৫০ ফুট দূরের ঝোপে।
বুধবার (২৯ জুন) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ একই ইউনিয়নের বগারপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুন) সকালে মাসুদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার স্থানীয়রা তাকে মোনারপাড়া রেলক্রসিং এলাকায় হাত-পা কাটা ও মৃত অবস্থায় রেললাইনের ওপর পড়ে থাকতে দেখেন। পরে জিআরপি পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মজিবুল হক জানান, মঙ্গলবার মধ্যরাতে যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার একটি পা ও একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাশের একটি ঝোপে পাওয়া যায়। এটি শেয়াল-কুকুরের কাজ হতে পারে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

