পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে দেশে উৎসব হবে: চিফ হুইপ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১১, ২০২২

পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে দেশে উৎসব হবে: চিফ হুইপ | সময় সংবাদ

 

"পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে দেশে উৎসব হবে: চিফ হুইপ | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক  


পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে দেশে উৎসব হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।


শনিবার মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনের সময় এ কথা জানান তিনি।


নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে। সেখানে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সমাবেশকে ঘিরে নৌপথে আগমনকারীদের সুযোগ-সুবিধার জন্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌজেটি ও পন্টুনের সুবিধা বৃদ্ধি করা হবে।


এ সময় উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক রহিমা বেগম।


এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গর্বের পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।


বাংলাবাজার ঘাট থেকে ঢাকায় আসার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মাসেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে। নদীকে থামিয়ে রাখা যাবে না। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন-জীবিকা থামিয়ে দেওয়া যাবে না। জীবন-জীবিকা অব‍্যাহত থাকবে। কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবে না।


তিনি আরো বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ন‍ৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব‍্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে। ৩৭টি নদীবন্দর এবং সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন, ছয়লেন ও চারলেনের সড়ক, আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগ ব‍্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেলে পরিণত হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here