পদ্মাসেতু নির্মাণে জনগণের স্বপ্নপূরণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ওবায়দুল কাদেরের | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৯, ২০২২

পদ্মাসেতু নির্মাণে জনগণের স্বপ্নপূরণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ওবায়দুল কাদেরের | সময় সংবাদ

 

"পদ্মাসেতু নির্মাণে জনগণের স্বপ্নপূরণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ওবায়দুল কাদেরের | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ এবং এর উদ্বোধনের মাধ্যমে জনগণের স্বপ্নপূরণের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 


বুধবার রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ অভিনন্দন জানান। 


ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু বাংলাদেশের মানুষের বহু কাঙ্খিত সেতু। সেতু নির্মাণ ও উদ্বোধন করার পরে বাংলাদেশের সব মানুষ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করে জনগণের স্বপ্নপূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। 


তিনি আরো বলেন,পদ্মাসেতু বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। এটা দেশের মানুষ বিশ্বাস করে। 


বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে এ সময় ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু জাতির একটি সম্পদ। এ সম্পদ রক্ষা এবং এর নিরাপত্তার জন্য যাত্রী সাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জাতীয় সম্পদ নিয়ে কোনো আপোষ নয়।


এ সময় সেতুমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নেয়ার পাশাপাশি মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।





Post Top Ad

Responsive Ads Here