"ইতিহাসে আজকের দিনে যা যা ঘটেছিল (২৯ জুন) | সময় সংবাদ"
ফিচার ডেস্ক
আজ ২৯ জুন ২০২২, বুধবার, ১৫ আষাঢ় ১৪২৯, ২৯ জ্বিলকদ ১৪৪৩। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৯ তম দিন। বছর শেষ হতে আরো ১৮৫ দিন বাকি রয়েছে।
আজকের দিনটি সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৬১৩ - শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।
১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।
১৮০৭ - রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।
১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।
১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
১৯১৩ - নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান।
১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।
১৯৪৬ - বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা।
১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ।
১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।
১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।
১৯৯২ - আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।
ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৩২৬ - প্রথম মুরাদ, উসমানীয় সুলতান।
১৮৫৮ - পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।
১৮৬৪ - আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।
১৮৮৩ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক ।
১৮৯৩ - প্রশান্ত চন্দ্র মহলানবীশ, ভারতীয় বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা।
১৯০০ - অঁতোয়ান দ্য স্যাঁত-এগজ্যুপেরি, একজন ফরাসি লেখক, কবি, অভিজাত, সাংবাদিক এবং বৈমানিক।
১৯০৯ - শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী।
১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ ।
১৯২৫ - জর্জো নেপোলিতানো, ইতালির নেপলসে জন্মগ্রহণকারী বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯২৬ - জাবের আল-আহমেদ আল-সাবাহ, আল-সাবা রাজবংশের স্বাধীনতা পরবর্তী কুয়েতে তৃতীয় আমির।
১৯৩৬ - বুদ্ধদেব গুহ, ভারতীয় বাঙালি লেখক।
১৯৩৬ - পি কে আয়েঙ্গার, ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব,ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।
১৯৩৮ - অজিত রায়, বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।
১৯৩৯ - অ্যালেন কনলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৪ - গ্যারি বিউসি, আমেরিকান অভিনেতা।
১৯৪৫ - চন্দ্রিকা কুমারাতুঙ্গা, শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৫৭ - গুরবানগুলি বেরদিমুহামেদু - একজন তুর্কমেনিস্তানের রাজনীতিবিদ।
১৯৫৭ - লেসলি ব্রাউন, মার্কিন প্রিমা বেলেরিনা ও অভিনেত্রী।
১৯৬২ - অ্যামান্ডা ডনোহো, ইংরেজ অভিনেত্রী।
১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।
১৯৮৫ - ইয়ান ওয়ার্ডল, স্কটিশ ক্রিকেটার।
১৯৮৬ - এ্যাডওয়ার্ড মায়া, রোমানীয় গায়ক ও ডিজে।
১৯৮৮ - এভার বানেগা, আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার।
১৯৯৪ - ক্যামিলা মেন্ডেস, মার্কিন অভিনেত্রী।
ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৩১৫ - র্যামন লাল, লেখক ও দার্শনিক।
১৮৭৩ - মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি।
১৮৮৬ - এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী।
১৮৯৫ - টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।
১৯০৪ - টম এমেট, ইংরেজ ক্রিকেটার।
১৯১৯ - কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯৫৮ - জর্জ গান, ইংরেজ ক্রিকেটার।
১৯৬৬ - দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্ম বিশারদ।
২০০২ - উলাহ্-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।
২০০৩ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।
২০০৭ - এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা।
২০১৩ - মারগেরিতা হ্যাক, ইতালীয় নভোপদার্থবিজ্ঞানী ও লেখক।
২০১৪ - আবুল হোসেন, বাংলাদেশী বাঙালি কবি।
২০১৫ - মুজিবুর রহমান, বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী।
২০২০ - আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।