
"জুরাইনে তিন পুলিশকে মারধরের মামলায় গ্রেফতার ২৩ | সময় সংবাদ"
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার দিন ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর ১৭ জনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকের সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
গত ৭ জুন জুরাইন রেলগেট এলাকায় রাস্তার উল্টো দিক দিয়ে আসা মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধারে আসা আরো দুই পুলিশ সদস্যকেও মারধর করা হয়।
আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম, শ্যামপুর থানার এসআই উৎপল চন্দ্র।
জানা গেছে, জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে একটি মোটরসাইকেল আসছিল। মোটরসাইকেলে এক নারীসহ দুজন আরোহী ছিলেন। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন কাগজ দেখতে চাইলে মোটরসাইকেল চালক দুর্ব্যবহার শুরু করেন এবং উল্টো পোশাকে ও অন ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্টের পরিচয় দেখতে চান।
পরে দু’জনকে পুলিশ বক্সে নেয়া হলে সঙ্গে থাকা নারী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন আশেপাশে থাকা সুযোগ সন্ধানী লোকজন নারী লাঞ্ছনার অভিযোগ তুলে সার্জেন্টকে বেধড়ক মারধর করে, পুলিশ বক্স গুড়িয়ে দেয়। অভিযুক্ত মোটরসাইকেল চালক সার্জেন্টের বুকের উপর পা তুলে চেপে বসে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার মধ্য থেকে একজন সার্জেন্টের হাতে ছুরিকাঘাত করে।
