স্বামীর ওপর রাগ করে’ গায়ে আগুন দেওয়া চিকিৎসক মারা গেছেন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৯, ২০২২

স্বামীর ওপর রাগ করে’ গায়ে আগুন দেওয়া চিকিৎসক মারা গেছেন | সময় সংবাদ

 

"স্বামীর ওপর রাগ করে’ গায়ে আগুন দেওয়া চিকিৎসক মারা গেছেন | সময় সংবাদ"

নিজেস্ব প্রতিবেদক


স্বামীর ওপর রাগ করে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন চিকিৎসক অদিতি সরকার। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন তিনি। 


শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ার ক্ষত নিয়ে গত শুক্রবার ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় ৩৮ বছর বয়সি এ চিকিৎসককে। 

 

গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে হেয়ারস্ট্রিটের বাসায় তিনি নিজের গায়ে আগুন দেন বলে পুলিশ জানায়। অদিতির দুই সন্তান রয়েছে। 


বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অদিতির মৃত্যু হয় বলে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন নিশ্চিত করেছেন।


মিটফোর্ড হাসপাতালের নবজাতক শিশু বিভাগের রেজিস্ট্রার অদিতি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 


ওয়ারি থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, স্বামীর সঙ্গে রাগারাগি করে অদিতি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন বলে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে বিবৃতি দিয়েছেন।


বাসায় জীবাণুনাশক হিসেবে ব্যবহারের স্পিরিট ছিল। সেগুলো ঢেলেই তিনি গায়ে আগুন লাগিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন। এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।


অদিতির স্বামী ইঞ্জিনিয়ার মানস মণ্ডল জানান, তার স্ত্রী বেশ কিছু দিন ধরে ‘অসুস্থ ও আপসেট’ ছিলেন। শুক্রবার দুপুরে বাসায় ফিরে জামাকাপড় পাল্টানোর সময় তিনি পাশের ঘরে স্ত্রীর চিৎকার শুনতে পান।


গিয়ে দেখেন অদিতির গায়ে আগুন জ্বলছে। বাথরুমে নিয়ে তার শরীরে পানি ঢালেন। এরপর ৯৯৯ নম্বরে কল করে একটি অ্যাম্বুলেন্স ডেকে অদিতিকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।





Post Top Ad

Responsive Ads Here