শিগগিরই শেষ হবে আখাউড়া-লাকসাম রেলপথের কাজ: রেলপথ সচিব | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১১, ২০২২

শিগগিরই শেষ হবে আখাউড়া-লাকসাম রেলপথের কাজ: রেলপথ সচিব | সময় সংবাদ

 

"শিগগিরই শেষ হবে আখাউড়া-লাকসাম রেলপথের কাজ: রেলপথ সচিব | সময় সংবাদ"

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজ শিগগিরই শেষ হবে। কাজ পরিদর্শন করেছি। যত দ্রুত সম্ভব এ রেলপথ চালু করা হবে।


শনিবার সকালে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।


কসবা রেলস্টেশন নিয়ে সচিব বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের কাজ সাময়িক বন্ধ রয়েছে। কাজ চালু করতে দুই দেশের আলোচনা চলছে। খুব শিগগিরই এ কাজ শুরু হবে।


পরিদর্শন শেষে মহানগর এক্সপ্রেস ট্রেনে কুমিল্লায় যান রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন- আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রমুখ।





Post Top Ad

Responsive Ads Here