
"বিয়ের দেড় বছর পর অস্বীকার, স্বামীর বাড়িতে হাজির ইতি | সময় সংবাদ"
বরিশাল প্রতিনিধি
সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন সবুজ-ইতি। দেড় বছর সংসারও করেন। সম্প্রতি সম্পর্ক অস্বীকার করছেন স্বামী সবুজ। এ কারণে তার বাড়িতে এসে স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন ইতি।
শুক্রবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সবুজ হাওলাদার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া (নীমতলা) গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। ঐ সময় সবুজের পরিবারের লোকজন ইতির ওপর হামলা চালায়। এক পর্যায়ে নিজেকে রক্ষা করতে ৯৯৯-এ কল দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভুক্তভোগী আইরিন আক্তার ইতি বলেন, প্রায় ৫ বছর ধরে সবুজের সঙ্গে সম্পর্ক। দের বছর আগে আমরা বিয়ে করে মাদারীপুরে একটি ভাড়া বাসায় সংসার শুরু করি। সম্প্রতি কিছুদিন ধরে সেই বিয়ে অস্বীকার করছে সবুজ। পরিবার মেনে নেবে না এমন অজুহাতে আমাকে এড়িয়ে চলছে সে। এ কারণে বাধ্য হয়ে সবুজের বাড়িতে এসে স্বীকৃতির দাবি জানাই। সবুজের পরিবার আমাদের সম্পর্কের কথা জেনেও অস্বীকার করছে।
অভিযুক্ত সবুজের বাবা ইউসুফ হাওলাদার বলেন, আমার ছেলে বাড়ির বাইরে আছে। এসব বিষয়ে সে আমাদের কিছুই জানায়নি। আমরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।
