![]() |
| " রাজধানীতে ফেনসিডিল-গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪০ | সময় সংবাদ" |
নিজস্ব প্রতিবেদক
মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮৫৮ পিস ইয়াবা, ৩৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৮৫ বোতল ফেনসিডিল ও ৭০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

