গবেষণা অনুদান পেলেন বিএসএমএমইউ’র ৭৮ শিক্ষক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

গবেষণা অনুদান পেলেন বিএসএমএমইউ’র ৭৮ শিক্ষক | সময় সংবাদ

 

"গবেষণা অনুদান পেলেন বিএসএমএমইউ’র ৭৮ শিক্ষক | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৭৮ জন গবেষক শিক্ষকের মাঝে ২২ কোটি ৪০ লাখ টাকার গবেষণা অনুদান দেওয়া হয়েছে।


বুধবার বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।


বিএসএমএমইউ উপাচার্য বলেন, নতুন অর্থবছরে (২০২২-২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লাখ টাকা করা হয়েছে।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাখাতে জোর দিয়েছেন। তিনি চান বিশ্ববিদ্যালয়ে আরো মানসম্মত গবেষণা বৃদ্ধি পাক। গবেষণার কাজে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পেলে পুরস্কারের পাশাপাশি গবেষণা অনুদান আরো বাড়ানো হবে।


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোজাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন।





Post Top Ad

Responsive Ads Here