কোরবানির ১০ দিন আগে যা করা সুন্নাত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

কোরবানির ১০ দিন আগে যা করা সুন্নাত | সময় সংবাদ

" কোরবানির ১০ দিন আগে যা করা সুন্নাত | সময় সংবাদ"


ধর্ম ডেস্ক 


ইসলামি বর্ষপঞ্জির ১২ তম মাস জ্বিলহজ। এই মাসটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই মাসে মুসলিমগণ হজ পালন করেন। জ্বিলহজ মাসের ১০ তারিখে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাৎসরিক ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপন করা হয়।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ কিংবা ১১ জুলাই মোতাবেক রবিবার ও সোমবার যে কোনো দিনে হতে পারে কোরবানির ঈদ। ঈদের ১০ দিন আগে থেকেই কোরবানিদাতার জন্য কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত আমল ও সওয়াবের কাজ রয়েছে। যে কাজগুলো কোরবানির ১০ দিন আগে সম্পন্ন করতে হবে।

 

কোরবানির ১০ দিন আগে করণীয়


জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত যে কাজগুলো থেকে বিরত থাকা সুন্নাত। তাহলো-


>>> জিলহজ মাস আসার আগেই হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার করা।


>>> চুল, গোফ ও নাভির নিচের পশম কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করা।


হাদিসের দিকনির্দেশনা


>>> হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ ( সা.) বলেছেন, ‘যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। (মুসলিম, ইবনে হিব্বান)


>>> হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেছেন, নবিজী  ( সা.) বলেছেন, ‘যখন জিলহজ-এর ১০ দিন আসে এবং তোমাদের কেউ কোরবানি করার নিয়ত করে; তখন সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে।’ (মুসলিম)


হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী ২৯ জিলকদ মোতাবেক ৩০ জুন সন্ধ্যার আগেই উল্লেখিত দিকনির্দেশনাগুলো মেনে চলা জরুরি। তাই জিলহজ মাস আসার আগে কোরবানিদাতার জন্য ঈদের দিন কোরবানি সম্পন্ন করার আগ পর্যন্ত হাত ও পায়ের নখ, মাথাসহ অন্যান্য অঙ্গের চুল কাটা থেকে বিরত থাকা। তাই যদি কারো নখ ও চুল কাটার প্রয়োজন হয় তবে জিলকদ মাসের শেষ দিন অর্থাৎ ৩০ জুন সন্ধ্যার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়া জরুরি।


আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের ১০ দিন এ আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।




Post Top Ad

Responsive Ads Here