ছয় বছর পর এমন তিক্ত স্বাদ পেলেন কোহলি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৭, ২০২২

ছয় বছর পর এমন তিক্ত স্বাদ পেলেন কোহলি | সময় সংবাদ

 

"ছয় বছর পর এমন তিক্ত স্বাদ পেলেন কোহলি | সময় সংবাদ"

স্পোর্টস ডেস্ক 


প্রায় তিন বছর হয়ে যাচ্ছে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না বিরাট কোহলি। তার ব্যাটে রানের দেখাও নেই বেশ কিছুদিন ধরে। এবার তারই ছাপ পড়ল র‍্যাংকিংয়ে। দীর্ঘ ছয় বছর পর আইসিসি ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষ দশের বাইরে চলে গেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

অবশ্য কোহলির সতীর্থ রিশাভ পান্ট চলে এসেছেন র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে। এদিকে ভারতের বিপক্ষে দুই সেঞ্চুরির সুবাদে জনি বেয়ারস্টো ৪ বছর পর র‍্যাংকিংয়ের শীর্ষ দশে চলে এসেছেন।



 

সাবেক ইংল্যান্ড অধিনায়ক জো রুট সদ্য সমাপ্ত টেস্টে পেয়েছেন সেঞ্চুরির দেখা। যার ফলে তার দল পেয়েছে ৩৭৮ রান তাড়া করে রেকর্ডগড়া এক জয়। এর ফলে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটাও ধরে রাখলেন ইংলিশ এই ব্যাটসম্যান।


উইকেটরক্ষক ব্যাটসম্যান পান্ট প্রথম ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলে ভারতকে খাদের কিনার থেকে উদ্ধার করেছিলেন। এরপর ৫৭ রানের ইনিংস খেলে তিনি ভারতকে দিয়েছিলেন বড় লিডের দিশা। তারই সুবাদে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন শীর্ষ পাঁচে।


কোহলি সবশেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৩১ রান। এর ফলে নবম স্থান থেকে তিনি নেমে গেছেন র‍্যাংকিংয়ের ১৩তম অবস্থানে।


এদিকে বেয়ারস্টো ভারতের বিপক্ষে দুই ইনিংসে করেছেন দুই সেঞ্চুরি। শেষ ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলে তিনি ইংল্যান্ডকে এনে দিয়েছেন রেকর্ড গড়া সেই জয়। এর ফলে তার উন্নতি হয়েছে ১১ ধাপ। তিনি চলে এসেছেন র‍্যাংকিংয়ের ১০ম স্থানে। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান আছেন তার ক্যারিয়ার সেরা ফর্মে। শেষ তিন টেস্টে তিনি করেছেন ৪ সেঞ্চুরি।


ইংল্যান্ডের জয়ে অবদান ছিল জেমস অ্যান্ডারসনেরও। প্রথম ইনিংসে তিনি শিকার করেছিলেন ৫ উইকেট। জাতীয় দলে ফিরে শেষ তিন টেস্টে তিনি শিকার করেছেন ১৭ উইকেট। এমন প্রত্যাবর্তনের ফলে তিনি এক ধাপ এগিয়েছেন। বর্তমানে তার অবস্থান ষষ্ঠ, রেটিং পয়েন্ট ৮১১।


Post Top Ad

Responsive Ads Here