
"দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল যাত্রীর | সময় সংবাদ"
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজার জানান, যাত্রীবাহী বাসটি রংপুর থেকে বরিশাল যাচ্ছিল। পথে শাকপালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি চালবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হন ১২ জন বাসযাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। সেখানে এক বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক হেফাজতে নেয়া হয়েছে। তবে পলাতক রয়েছেন বাসচালক।
ট্রাকচালক সুমন কুমার জানান, তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চালবোঝাই ট্রাক নিয়ে যশোর যাচ্ছিলেন। পথে শাকপালা এলাকায় ট্রাকটি রেখে চা বিরতি নেন। ওই সময় বাসটি পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়।
