আদমদীঘিতে গাঁজাসহ গ্রেফতার-১ | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া আদমদীঘিতে থেকে বিক্রি কালে দেড় কেজি গাঁজাসহ রাব্বি মন্ডল (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ জুন শনিবার রাত সাড়ে ৯টায় তিয়রপাড়া ব্রিজ-সাইলো সড়কের সাইলো আবাসিক এলাকা সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি মন্ডল নওগাঁ জেলার রানীনগর উপজেলার সিম্বা পূর্বপাড়ার আশরাফ মন্ডলের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালানোর সময় তিয়রপাড়া ব্রিজ- সাইলো সড়কের সাইলো আবাসিক এলাকার সামনে রাস্তায় গাঁজা বিক্রি কালে রাব্বি মন্ডল নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক ও তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গত রোববারদুপুরে গ্রেফতারকৃতকে আদারতে প্রেরণ করা হয়েছে।